• শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সিলেটের সঙ্গে রেল যোগাযোগ চালু

ralrood

বন্ধ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রেল লাইন চালু করা হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পাহাড়ি ঢলে ঢাকা-সিলেট রেল লাইনের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও সাতগাঁও রেল স্টেশনের মাঝামাঝি ১৪১ নম্বর রেলওয়ে সেতুর তিনটি গার্ডার (পাকা খুঁটি) দেবে যায়। এতে রেল চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় রেলওয়ে বিভাগ গতকাল বুধবার বেলা আড়াইটা থেকে এই পথে রেল চলাচল বন্ধ করে দেয়। আজ সেতুর ক্ষতিগ্রস্ত গার্ডার মেরামতের পর পরীক্ষা-নিরীক্ষা শেষে রেল লাইনটি চালু করা হয়েছে।

শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘এরই মধ্যে কুশিয়ারা এক্সপ্রেস সিলেটের দিকে শ্রীমঙ্গল স্টেশন অতিক্রম করে গেছে।’

Print Friendly, PDF & Email