ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনেই সাড়তে হবে বিএনপির কাউন্সিল

BNP-logoনিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে আগামী ১৯শে মার্চ দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের ভেন্যুর অনুমতি পেয়েছে বিএনপি। আজ সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন,  আমাদের জাতীয় কাউন্সিলের জন্য তিনটি স্থান  চেয়ে আবেদন করেছিলাম। গতকাল অনেক রাতে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন কর্তৃপক্ষ আমাদের লিখিতভাবে জানিয়েছে, তারা কাউন্সিলের জন্য আমাদের স্থান ব্যবহার করতে দেবেন। কত টাকা ভাড়া তাও জানিয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করতে গণপূর্ত অধিদপ্তরে যে আবেদন বিএনপি করেছিল, তা এখন প্রত্যাহার করে  নেয়া হচ্ছে বলে জানান তিনি।  রিজভী আহমেদ বলেন,  সোহরাওয়ার্দীর কর্তৃপক্ষও আমাদের অনুমতি দিয়েছিল। আমরা সেখানে যাব না। রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনকে কেন্দ্র করে আমাদের কাউন্সিলের প্রস্তুতি শুরু করব। জাতীয় কাউন্সিলের জন্য গঠিত উপ-কমিটিগুলো শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণ সরেজমিন পরিদর্শনে যাবেন বলে জানান রিজভী আহমেদ।  কাউন্সিল অনুষ্ঠানের জন্য পুলিশের অনুমতির বিষয়ে জানতে চাইলে রিজভী আহমেদ বলেন, এটার নিয়ম হচ্ছে, পুলিশকে অবহিত করা। আমরা কাউন্সিলের বিষয়ে পুলিশকে আগে অবহিত করেছি, আবারো করব। নিয়ম হচ্ছে যে, সভা কিংবা কোন অনুষ্ঠানের বিষয়ে মূল কর্তৃপক্ষের অনুমতি নেয়া।

Print Friendly, PDF & Email