• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বাংলাদেশে যুব বিশ্বকাপে আসছে না অস্ট্রেলিয়া

0002নিউজ ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশে আসছে না অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। আগামী ২৭শে জানুয়ারি থেকে বাংলাদেশে এ টুর্নামেন্ট শুরুর কথা রয়েছে। এরআগে নিরাপত্তার কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বাংলাদেশে না আসার খবর নিশ্চিত করেছেন দেশটির ক্রিকেটের প্রধান নির্বাহি জেমস সাদারল্যান্ড। তিনি বলেছেন, অস্ট্রেলিয়া সরকারের পরামর্শেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য উচ্চ মাত্রার ঝুঁকি রয়েছে।

গত বছর অক্টোবরে অস্ট্রেলিয়ার জাতীয় দল যখন বাংলাদেশ সফর বাতিল করেছিল তখনকার মতোই উচ্চ মাত্রার ঝুঁকি বিদ্যমান রয়েছে। সাদারল্যান্ড বলেন, বেশি কিছু দিন ধরে আমরা আইসিসি নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করি। পাশপাশি, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সে মোতাবেক আমাদের খেলোয়াড়, তাদের পিতা-মাতা ও কর্মকর্তাদের পরিস্থিতি অবগত রাখছি। দুঃখপ্রকাশ করে সাদারল্যান্ড বলেন, সরকারের নিরাপত্তা বার্তার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়ার কোন বিকল্প কিছু নেই বলে তারা বোধ করছেন। টুর্নামেন্টের আয়োজক বিশেষ করে আইসিসি ও বিসিবির কাছে দুঃখপ্রকাশ করেছেন সাদারল্যান্ড। তিনি বলেছেন, আমরা এ সিদ্ধান্তকে হালকাভাবে নেই নি। আর এর ফলে সৃষ্ট বিড়ম্বনার জন্য আমরা আয়োজকদের কাছে বিশেষ করে আইসিসি ও বিসিবির কাছে দুঃখ প্রকাশ করছি। তিনি এও বলেছেন, বিসিবিকে এ বার্তা জানানোর সময় যত দ্রুত সম্ভব বাংলাদেশে এসে ক্রিকেট খেলার আকাঙ্খা ব্যক্ত করেছেন তারা। বলেছেন, সামনের মাসগুলোতে এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখবেন। সাদারল্যান্ড বলেন, আমরা এটাও জানি আমাদের তরুন খেলোয়াড়দের জন্য এটা হতাশাজনক। তারা অধীর আগ্রহে এই ট্যুরনামেন্টের জন্য অপেক্ষা করছিল। উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ছিল ‘ডি’ গ্রুপে। ওই গ্রুপের অপর দলগুলো হলো ভারত, নেপাল ও নিউজিল্যান্ড।

Print Friendly, PDF & Email