বাংলাদেশ সফর নিয়ে বৈঠকে বসছে ইংল্যান্ড

The Teligraphস্পোর্টস ডেস্কঃ এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ সফর নিয়ে বৈঠকে বসছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে ইতিমধ্যে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশে টুর্নামেন্ট আয়োজন করার ব্যপারে দৃঢ় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারা অস্ট্রেলিয়ার পরিবর্তে আয়ারল্যান্ডকে টুর্নামেন্টে খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছে। অস্ট্রেলিয়া ছাড়া আরও কোনো দেশ এখন পর্যন্ত বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেনি। তবে অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তের পর ইংল্যান্ড একটু নড়েচেড় বসেছে। ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দল বাংলাদেশ সফর করবে কি-না তা নিয়ে আগামীকাল একটি বৈঠকে বসবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ‘দ্যা টেলিগ্রাফ’। সেখানেই সিদ্ধান্ত বাংলাদেশ সফরের ব্যাপরে সিদ্ধান্ত হবে। যদিও এখন পর্যন্ত বাংলাদেশ সফর নিয়ে তাদের নেতিবাচক কোনো মনোভাব নেই। তবে তাদের বাংলাদেশ সফরের সবকিছু নির্ভর করছে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ে ওপর। তারা বাংলাদেশের নিরপত্তার ব্যাপারে লাল সঙ্কেত দিলে সফর প্রত্যাহার করার একটা সম্ভাবনা আছে। এছাড়া বাংলাদেশ সফরের আগে দেশটিতে ইংল্যান্ড একটি নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠাতে পারে বলেও জানিয়েছে ‘দ্যা টেলিগ্রাফ’। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইতিমধ্যে তাদের অনুর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের কাছে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে ই-মেইল করেছে বলে তারা জানিয়েছে। খেলোয়াড়দের কোনো অভিযোগ থাকলে জানতে চাওয়া হয়েছে তাদের কাছে। এতে খেলোয়াড়রা আগামীকাল বৃহস্পতিবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহি অ্যান্ড্রু স্ট্রাউসের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। সেখানে বাংলাদেশে নিরাপত্তা নিয়ে প্রধান নির্বাহিকে প্রশ্ন করতে পারবেন। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দল সফর বাতিল করলে বাংলাদেশের সামনে আরও বড় শঙ্কা জাগবে। অক্টোবরে ইংল্যান্ড জাতীয় দলের ২ টেস্ট ও ৩ ওয়ানডে খেলার জন্য বাংলাদেশ সফরের কথা রয়েছে। নিরাপত্তার অজুহাতে এই সফর বাতিল হলে সামনের সফর নিয়েও প্রশ্ন উঠবে। অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ ২৭ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা।

নিরাপত্তার অজুহাতে বাংলাদেশকে প্রায়ই বিপদে ফেলছে অস্ট্রেলিয়া। এর আগে এই অজুহাতে গত অক্টোবরে বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরই জের ধরে পরে দক্ষিণ আফ্রিকা নারী দল বাংলাদেশ সফরে আসেনি। যদিও এরপর অস্ট্রেলিয়ার ফুটবল দল বিশ্বকাপ বাছাইপর্বে পর্বে বাংলাদেশে খেলে গেছে কোনো অসুবিধা ছাড়াই। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসরে অনেক বিদেশী খেলোয়াড় খেলে গেছে। সেখানে নিরপত্তাজনিত কোনো সমস্যা দেখা যায়নি। অথচ আন্তর্জাতিক পর্যায়ের কোনো টুর্নামেন্টের চেয়ে লীগ পর্যায়ের কোনো টুর্নামেন্টে নিরপত্তা ব্যবস্থা শিথিল থাকে।

 

Print Friendly, PDF & Email