মুক্তিযুদ্ধ নিয়ে অডিও ডকুমেন্টারি

মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস নিয়ে অডিও ডকুমেন্টারি নির্মান করছে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ।

বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক সর্ববৃহৎ ডিজিটাল সংগ্রহশালা মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ইতোমধ্যে মুক্তিযুদ্ধ পাঠশালা নামে অডিও ডকুমেন্টারির প্রথম সিজন প্রকাশ করেছে। প্রথম সিজনে পূর্ব পাকিস্তানে বাঙালির বড় আন্দোলনগুলো প্রাধান্য পেয়েছে।

৫২’র বাংলা ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, এগারো দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯’এর গণঅভ্যুত্থান, অসহযোগ আন্দোলন ১৯৭১ নিয়ে ছয়টি এপিসোডে সাজানো হয়েছে প্রথম সিজন।

এবিষয়ে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের প্রতিষ্ঠাতা সাব্বির হোসাইন বলেন, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ নিয়ে অনেকেরই ধারণা স্পষ্ট নয়। এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এর কারন, বাংলাদেশের প্রামান্য ইতিহাসের প্রচারের অভাব এবং স্বাধীন বাংলাদেশে দীর্ঘ সময় মুক্তিযুদ্ধের বিপরীত আর্দশদের ধারকদের রাষ্ট্র ক্ষমতায় থাকা। মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ নির্মিত ডকুমেন্টারিগুলো এবিষয়ে সহায়ক ভূমিকা পালন করছে বলে আমাদের বিশ্বাস।
-খবর তথ্য বিবরণীর

Print Friendly, PDF & Email