• শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

১০৪ রানের বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু স্বাগতিক ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্কঃ ফেভারিট হয়ে এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে ইংল্যান্ড। খুনে ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটাও যে তাদের প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার মতো তার প্রমাণ মিললো উদ্বোধনী ম্যাচে। দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে স্বাগতিক ইংল্যান্ড।

ওভালে দুই দলের লড়াইটা ছিলো ইংল্যান্ডের খুনে মেজাজের ব্যাটিং বনাম দক্ষিণ আফ্রিকার ধারালো বোলিংয়ের। আক্রমণের এমন রসদ যখন মুজদ তখন খেলাটা হওয়া উচিত ছিলো সমানতালে। বোলিং দিয়ে ইংল্যান্ডকে ৮ উইকেটে ৩১১ রানে আটকে রাখা গেলেও ব্যাটিংয়ে প্রোটিয়ারা ছিলো পুরোপুরি অসহায়। যেই জোফরা আর্চারকে নিয়ে এত আলোচনা সেই আর্চারের শুরুর আঘাতই নাড়িয়ে দিয়েছে প্রোটিয়াদের।

অবশ্য মেজাজে থাকা ইংল্যান্ডকে সেভাবে খুনে মেজাজে পাওয়া যায়নি না আজ। বরং প্রোটিয়াদের স্লোয়ারে তারা সেভাবে চওড়া করতে পারেনি ব্যাট। তার পরেও চার হাফসেঞ্চুরির কল্যাণে পুঁজিটা পৌঁছেছে সমৃদ্ধ জায়গায়। জেসন রয়ের ৫৪, জোর ‍রুটের ৫১, মরগানের ৫৭ ও বেন স্টোকসের ৮৯ রানই ছিলো স্কোর বোর্ড সচল রাখার জন্য যথেষ্ট। তাতে ৮ উইকেটে সংগ্রহটা দাঁড়ায় ৩১১ রানের!

জবাবে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ৩৯.৫ ওভারে ২০৭ রানেই।

Print Friendly, PDF & Email