• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

কোন বিবেচনায়ই আমরা ফেভারিট না : মাশরাফি

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আমাদের নিয়ে অনেকেই চিন্তা করছে, আমরা বিশ্বকাপ জিতে গেছি, সেমিফাইনাল খেলছি- এগুলো চিন্তা করা একেবারেই অপ্রয়োজনীয়। কোন জায়গা থেকেই আমরা ফেভারিট না। দল, কন্ডিশন এবং উইকেট যাই বলেন। ইভেন দক্ষিণ আফ্রিকাও আমাদের বিপক্ষে ফেভারিট হিসেবে খেলবে।’

তিনি বলেন, ‘এমন নয় যে আমরা ছেড়ে কথা বলব। ওখানে আমাদের সেরাটা খেলব। আমরা প্রস্তুতি নিয়েছি। অবশ্যই চাইবজিততে। আমরা কোন জায়গা থেকেই ভাবছি না, আমরা ম্যাচটা হেরে যাব। কিন্তু হাইপের কথা বললে, অনেকেই মনে করে ওখানে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব।

বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশ দলের বেশ কিছু ক্রিকেটার চোটে আক্রান্ত। দলের ইনজুরি নিয়ে মাশরাফি বলেন, ‘আমাদের সর্বোচ্চ প্রস্তুতি যেটা নেওয়ার ছিল আমরা নিয়েছি। হয়তো ইনজুরি নিয়ে কিছুটা সমস্যা আছে। আশা করি তারা পুরোপুরি সুস্থ হয়ে পুরো টুর্নামেন্ট খেলতে পারে। আমাদের কিছু মূল খেলোয়াড়ের ছোট খাটো কিছু চোট আছে। এগুলো নিয়েই খেলতে হয়।’

মাশরাফি বলেন, ‘এটা আমাদের জন্য এটা সাধারণ একটা ম্যাচ, এমন হিসেবেই আমরা খেলতে নামব। আমাদের খেলোয়াড়দের এভাবেই বিষয়গুলো দেখতে হবে। মাঠে যতটা সম্ভব চাপ মুক্ত স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে। প্রত্যাশার কথা শুনে যদি আমরা মাঠে ঢুকি, তাহলে আমাদের উপর চাপ পড়বে।’

Print Friendly, PDF & Email