• শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

শীর্ষ অলরাউন্ডার সাকিবের ব্যাটসম্যান র‌্যাংকিংয়েও উন্নতি

নিউজডেস্ক: আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপ শুরু করেছিলেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগ শেষে নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ে তাকে সিংহাসনচ্যুত করতে পারেনি কেউই। সবার উপরেই আছেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার। একই সঙ্গে বড় ধাপ ফেলেছেন ব্যাটসম্যান র‌্যাংকিংয়েও।

বাংলাদেশের বিশ্বকাপ শেষ হলেও ৮ ম্যাচে দুটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরিতে টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় সাকিব। ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেছেন তিনি, পেয়েছেন ১১ উইকেট। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এক ম্যাচে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন আফগানিস্তানের বিপক্ষে। বেশ কয়েকটি রেকর্ড ভাঙা সাকিব তাই শীর্ষেই থাকলেন। ৪০৬ পয়েন্ট নিয়ে এক নম্বর আসনটি পাকা করলেন তিনি।

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে বড় ধাপ ফেলেছেন ইংল্যান্ডের বেন স্টোকস। ৯ ধাপ এগিয়ে সাকিবের ঠিক পরে দ্বিতীয় স্থানে তিনি। সাবেক শীর্ষ অলরাউন্ডার রশিদ খান ৩ ধাপ নেমে পঞ্চম স্থানে। তার আফগান সতীর্থ মোহাম্মদ নবী (৩) ও পাকিস্তানের ইমাদ ওয়াসিম (৪) আগের অবস্থানে।

ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে সাকিব এগিয়েছেন ১০ ধাপ। তার অবস্থান এখন ২২তম। এক ধাপ এগিয়ে ১৯ নম্বরে মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহও এগিয়েছেন ৩ ধাপ, ৪৫তম। ব্যাটসম্যান তালিকায় সবার উপরেই আছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে পাঁচ সেঞ্চুরিতে রাঙানো তার সতীর্থ রোহিত শর্মা ব্যবধান কমিয়েছেন ৬ পয়েন্টে। ৮৮৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারতীয় ওপেনার। বোলার র‌্যাংকিংয়ে সবার উপরে আছে তাদের খেলোয়াড় জসপ্রিত বুমরাহ।

Print Friendly, PDF & Email