• শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চীনের শেনঝেন শহরে ভূমিধসে দেবে গেছে ২২ ভবন, বহু নিখোঁজ

002আন্তর্জাতিক ডেস্কঃ চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনের শিল্প পার্ক এলাকায় ভূমিধসে ২২টি বহুতল ভবন মাটির নিচে দেবে গেছে। এ ঘটনায় অন্তত ৪১ জন নিখোঁজ রয়েছে বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।
শেনঝেন অগ্নিনির্বাপক দলের সূত্র বলছে, আটকে পড়া লোকজনদের উদ্ধারে এখনো কার্যক্রম চলছে। কমপক্ষে ৯০০ জনকে নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
মারাত্মক আহতদের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আক্রান্ত ভবনের মধ্যে শ্রমিকদের দুটি ডরমেটরি রয়েছে।

পাবলিক সিকিউরিটি ব্যুরোর প্রধান রেন জিগুয়াং বলেন, ২০,০০০ বর্গমিটার এলাকা সম্পূর্ণ মাটি দ্বারা পূর্ণ হয়ে গেছে। তবে ভূমিধসের আগেই অধিকাংশ নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির সরকারি সূত্র জানিয়েছে, অনন্ত ১,৫০০ অগ্নিনির্বাপণ কর্মী ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

স্থানীয় মিডিয়া জানায়, গত দু’বছর নির্মাণ কাজের খননের সময় জমা করা মাটি দ্বারা এলাকাটি ছেয়ে গেছে।
স্থানীয় একটি গ্যাসস্টেশন বিস্ফোরণের কারণে এ ভূমিধসের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করছে শিনঝেনের পৌরসরকার।
প্রসঙ্গত, গত নভেম্বরে ঝিজিয়াং প্রদেশে ভূমিধসে ২৫ জন নিহত হয়।
সূত্র: বিবিসি, এবিসি নিউজ

Print Friendly, PDF & Email