ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গেলেন ড. মাহমুদুর রহমান
- ২৮ সেপ্টেম্বর, ২০২৪
স্টাফ রিপোর্টার: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামী ও দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার দীর্ঘ ছয় বছর পর দেশে ফিরে পরদিনই হাসপাতালে ছুটে গেলেন তিনি। চিকিৎসাধীন গুরুতর আহতদের দেখতে শনিবার বিকেলে পঙ্গু হাস্পাতালে যান তিনি।
এ সময় তার সাথে ছিলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি ও বিএফিউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ।
আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং ৭২ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করেন।