শিরোনাম :

  • শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর ইন্তেকাল

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৪: আজ রাত সাড়ে ৯টায় রাজধানীর বিআরবি হাসপাতালে বিএফইউজে সভাপতি ও সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বেশ কিছুদিন ধরে শারিরীক নানা জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ কয়েকদিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর ইন্তেকালে দেশনিউজ.নেট এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন সম্পাদক আবদুল হাফিজ খসরু। তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের জন্য মাগফিরাত ও জান্নাত কামনা করেন। নেতৃদ্বয় শোক সন্তপ্ত পরিবার ও সাংবাদিক ইউনিয়নের শোকাহত সদস্যদেরকে সমবেদনা জ্ঞাপন এবং মহান আল্লাহর দরবারে ধৈর্য্য কামনা করেন। তিনি আরো বলেন, মরহুম রুহুল আমিন গাজী একজন ইসলাম ও জাতীয়তাবাদি শক্তির পক্ষের সাংবাদিক নেতা হিসেবে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন। সাহসিকতার সাথে মিডিয়া অঙ্গনে স্বৈরাচার ও ফ্যাসিবাদ মোকাবেলা করেছিলেন। আল্লাহ তাঁর শূন্যতা পূরণ করে দিন।