আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
শোরুম চালু করতে যাচ্ছে বেস্ট বাজার
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন ধরে অনলাইন এবং কর্পোরেট প্রতিষ্ঠানে নিরাপদ খাবার নিয়ে কাজ করার পর নতুন বছরে চেইন শোরুমের মাধ্যমে বেস্ট বাজার তার গ্রাহকদের দিবে আরও উন্নত শপিং অভিজ্ঞতা ।
জানুয়ারি মাস থেকে প্রথম শোরুম শুরু হচ্ছে বনশ্রীতে! ক্রমান্বয়ে ঢাকা ও ঢাকার বাইরে শোরুম সম্প্রসারণের কাজ শুরু করবে কোম্পানিটি। সরাসরি নিজেদের পরিচালনা বা ফ্রাঞ্চাইজ প্রধানের মাধ্যমে এ সকল শোরুম পরিচালনা করা হবে।
এখন বেস্ট বাজারের গ্রাহকরা নিরাপদ খাবার ও অন্যান্য পণ্য পাবেন কোম্পানির শোরুম এবং ওয়েবসাইটে। এ বিষয়ে কোম্পানীটির সিইও মেহেদী শফি বলেন, ‘গ্রাহক সেবাই আমাদের অগ্রাধিকার, সুস্থ জীবনের জন্য নিরাপদ খাবার এটি আমাদের মটো।’ আমরা বলতে চাই, নতুন বছরের কেনাকাটা হোক আরও নিরাপদ ও আনন্দময়।
‘বেস্ট বাজারের নিরাপদ পণ্য সবার জন্য।’