“মিলিটারি ত ধরে নিয়ে গুলি করে,জবাই করে”

নিজস্ব প্রতিবেদক: মায়ানমারে সহিংসতা ছড়িয়ে পড়ার পর মংডুর জমিদে লম্বাগুনা এলাকার মো. আলম (২৫) পালিয়ে এসেছেন বাংলাদেশে। নাফ নদীর পাশে জেলে পাড়া সংলগ্ন বরফ কলের সামনে আশ্রয় নিয়েছে । তিনি বলেন,‘আমাদের বাড়ি জমিদে লম্বাগুনার পাতন ঝাঁ এলাকার মুন্নিপাড়া গ্রামে। আমরা আত্মীয়-স্বজন মিলে ৩৩ জন মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে নাফ নদী পার হয়ে এসেছি।’ আলমের পাশেই বসে ছিলেন তার বাবা সালেহ আহমেদ। মিয়ানমারে রেখে আসা গরুর জন্য অপেক্ষা করছিলেন তারা। কয়েকজন জেলে এক দালালের মাধ্যমে গরু আনতে মিয়ানমার সীমান্তে নৌকা নিয়ে গেছেন। গরু আনলে তা বিক্রি করে কুতুপালং এলাকার শরণার্থী ক্যাম্পে যাবেন। জেটির পাশেই রোহিঙ্গাদের গরু কেনা-বেচা হচ্ছে।

মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা দিচ্ছিলেন তারা দুজন। কথা বলার সময় তাদের দুজনেরই চোখে মুখে ছিল আতঙ্ক। নিজ দেশ ছেড়ে অন্য দেশে আসায় এখনও তারা সহজ হতে পারেনি। আলম বলেন,‘মিলিটারিরা একসঙ্গে ২০০-৩০০ এলাকায় প্রবেশ করে। তাদের সঙ্গে স্থানীয় মগ থাকে। মগরা ঘরে আগুন দেয়,লুটপাট করে। কাকে কাকে হত্যা করতে হবে তাও বলে দেয়। এরপর মিলিটারি তাদের ধরে নিয়ে গুলি করে,জবাই করে।’

Print Friendly, PDF & Email