ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
সব রেকর্ড ভেঙে ফ্রান্সে একদিনেই ১৩শ ৫৫ জনের মৃত্যু
নিউজ ডেস্কঃ মরণঘাতী করোনাভাইরাসে শেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর সব রেকর্ড ভেঙে ফ্রান্সে প্রাণ হারিয়েছেন ১৩শ ৫৫ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৩৮৭ জনে।
সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইট। ফ্রান্সে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৫৯ হাজার ১০৫ জন মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৪২৪ জন। মোট মৃত্যু ৫ হাজার ৩৮৭।
এ মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ৮৭৭ জন মানুষ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৬ হাজার ৭০ জন মানুষের।
এরপর আছে ইতালি। সেখানে ১ লাখ ১৫ হাজার ২৪২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩ হাজার ৯১৫ জন। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে।
এরপর স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৬৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০ হাজার ৩৪৮ জন।