• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

প্রথা ভাঙতে চান সৌদি নারীরা!

bdp_sa নিউজ ডেস্ক : সৌদি আরবের মেয়েদের বিদেশে যেতে হলে একজন পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হবে, এই নিয়ম বাতিলের জন্য আবেদন করেছেন দেশটির ১৪ হাজারেরও বেশি নারী! সৌদি আরবের প্রথা অনুযায়ী মেয়েদের কাজ বা লেখাপড়া করতে হলে, অথবা বিদেশে যেতে হলেও একজন পুরুষ অভিভাবকের অনুমতি দরকার হয়। অনেক সময় ফ্ল্যাট ভাড়া নিতে, হাসপাতালে চিকিৎসা করাতে বা আইনী উদ্যোগ নিতে গেলেও পুরুষ অভিভাবকের অনুমতি লাগে।   এই প্রথার অবসানের জন্য সৌদি মেয়েদের আবেদনের খবর এবং টুইটারে এই সংক্রান্ত খবর ছড়িয়ে পড়েছে। অনেক মেয়েরাই ‘আমিই আমার অভিভাবক’ লেখা ব্রেসলেটের ছবি শেয়ার করেছেন। কয়েকশ’ নারী সৌদি বাদশার অফিসে টেলিগ্রামও পাঠিয়েছেন।  আবেদনটি সৌদি রাজপ্রাসাদে নিয়ে গিয়েছিলেন নারীরা। কিন্তু সেখানে তাদের দাবিটি ইমেল করে পাঠিয়ে দিতে বলা হয়। সে দেশের নারীরা এখন নিয়ম বদলানোর আশায় রয়েছেন।

সূত্র: জি নিউজ

Print Friendly, PDF & Email