• মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

বাংলাদেশে আইএস বিস্তারে ভারতের দাবি প্রত্যাখ্যান স্বরাষ্ট্রমন্ত্রীর

Asad kamal-3নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) কার্যক্রম চালাচ্ছে বলে ভারতীয় গোয়েন্দারা যে দাবি করেছেন, তা প্রত্যাখ্যান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে আলেম ও ইমামদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে মন্ত্রী এ কথা বলেন।

গতকাল সোমবার নয়াদিল্লিভিত্তিক টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতে গত কয়েক বছর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) যেভাবে কার্যক্রম চালিয়েছে, ঠিক একইভাবে এখন বাংলাদেশে কাজ করছে তারা। ওই খবরে বলা হয়, ‘আইএসআইয়ের সহায়তায় বাংলাদেশে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) কার্যক্রম চলছে। একই সঙ্গে তারা ভারতের পূর্বাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।’

ভারতীয় গোয়েন্দাদের দাবি প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতীয় গোয়েন্দারা কিসের ভিত্তিতে বাংলাদেশে আইএস অবস্থানের কথা বলছে, তা আলোচনার মাধ্যমে বলা যাবে। দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায় একটি মহল।’

দেশের গোয়েন্দারা এ বিষয়ে তৎপর আছেন উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘জঙ্গিদের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার আছি। আমি সব সময় বলি, আমাদের ইন্টেলিজেন্স (গোয়েন্দা), আমাদের চৌকস বাহিনী আছে। আমরা জঙ্গিদের নিয়ন্ত্রণে রেখেছি। যেখানেই মাথাচাড়া দিতে চেষ্টা করছে, প্রচেষ্টা নিচ্ছে আমরা সেখানেই কিন্তু নিয়ন্ত্রণ করছি।’
এ সময় আলেম ও ইমামদের সঙ্গে নিয়ে সরকার জঙ্গি ও সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে কাজ করবে বলেও জানান মন্ত্রী।

Print Friendly, PDF & Email