দুই এমপিকে এলাকা ছাড়া ও তিন ওসিকে থানা থেকে প্রত্যাহারে নির্দেশ ইসির

ECনিজস্ব প্রতিবেদক:  নির্বাচনী এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগে ক্ষমতাসীন দলের দুই সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব শামসুল আলম বিষিয়টি নিশ্চিত করেছেন।
তারা হলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন ও বরগুনা-১ আসনের সংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। রবিবার তাদের এ চিঠি পাঠানো হয়।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনা-২ আসনের সংদস্য ৬ ডিসেম্বর কারণ দর্শানোর নোটিস দিয়েছিল ইসি। পরে তিনি দুঃখ প্রকাশ করে পুনরায় এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে লিখিতভাবে ইসিকে জানিয়েছিলেন। তবে এবারই প্রথম ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে চিঠি দেওয়া হচ্ছে।

ওই দিন আরও দুই সংসদ সদস্য ঢাকা-২০ আসনের এমএ মালেক ও নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল।

এর আগে কুলাউড়া পৌরসভায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক এআইজি সৈয়দ বজলুল করিমকে ডাকবাংলো ছাড়ার নির্দেশ দিয়েছিল ইসি।

এছাড়া পৌর নির্বাচনে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করতে মহা পুলিশ পরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার বিকেলে ইসির উপ-সচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত এ নির্দেশনা আইজিপি বরাবর পাঠানো হয়।

ইসির উপ-সচিব মো. সামসুল আলম জানান, ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌর নির্বাচনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান, নোয়াখালীর হাতিয়া থানার ওসি মো. নুরুল হুদা ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ওসি বোরহানউদ্দিনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মাদারীপুরের কালকিনি, চট্টগ্রামের সাতকানিয়া, মৌলভীবাজারের কুলাউড়া ও চাঁদপুরের মতলব উত্তরের ওসিকেও প্রত্যাহার করার নির্দেশনা দেয় ইসি।

Print Friendly, PDF & Email