আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
গণতন্ত্রের স্বার্থেই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে প্রতিকূল পরিস্থিতিতে আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর। সপ্তম দফা কারামুক্তির পর রোববার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
মির্জা আলমগীর বলেন, বিরোধী জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান অব্যাহত রয়েছে। বিএনপি বিশাল রাজনৈতিক দল। গ্রামে গ্রামে বিএনপির অনেক সমর্থন রয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি নির্বাচনে জয়লাভ করবে।
নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না অভিযোগ করে তিনি বলেন, অতীতে সিটি ও উপজেলা নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করেনি ইসি। এবারের পৌরসভা নির্বাচনেও নিরপেক্ষ দায়িত্ব পালন করছে না। তারা একটি দলের হয়ে কাজ করছে।
এসব প্রতিকূল পরিস্থিতিতেও গণতন্ত্রের স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে বিএনপি পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।