আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
অবশেষে জামিনে মুক্তি পেলেন রিজভী
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১০ মাস ৮ দিন পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। আজ বিকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এসময় তাকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় নেতাকর্মীরা। সদ্য কারামুক্ত রিজভী আহমেদ মানবজমিনকে বলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে জীবনে অনেক জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। কখনও ভেঙে পড়িনি। গত ৩১শে জানুয়ারি গ্রেপ্তারের পর টানা রিমান্ডে নেয়া অসুস্থ পড়েছিলাম। কারাগারে থাকাকালীন বেশ কয়েকদিন হাসপাতালে ছিলাম। এখন কিছুটা সুস্থ বোধ করছি। আজ বাসায় বিশ্রাম নেব। উল্লেখ্য, গত ৩১শে জানুয়ারি রাজধানী থেকে রিজভী আহমেদকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।