শিরোনাম :

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

এবার মনজুরুল আহসানকে হত্যার হুমকি

1নিজস্ব প্রতিবেদক: কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও দলটির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে তার স্ত্রী তাজিন সুলতানার মুঠোফোনে একটি নম্বার থেকে  (+৪৩৬৫০৭৫০৫০) অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে এই হুমকি দেয়।

সিপিবির ঢাকা কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হজরত আলী জানান, এর আগে বহুবার মনজুরুল আহসান খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হলেও এবার পরিস্থিতি বিবেচনায় বিষয়টি জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
রাজধানীর পল্টন থানায় করা জিডি নম্বর-৫১৯।

এ ব্যাপারে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ‘প্রাণনাশের হুমকির বিষয়ে থানায় একটি জিডি করেছেন মনজুরুল আহসান খান। অস্ট্রেলিয়ার একটি নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।’

এদিকে দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খানের হুমকিদাতাকে শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি তার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে সিপিবি।
এর আগে গত ৫ ডিসেম্বর দলটির সভাপতি মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিমকে হত্যার হুমকি দিয়ে ইমেইল করা হয়েছিল।