শিরোনাম :

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

নির্বাচন নিয়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের দুই পক্ষের মারামারি : আহত ২

bbনিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (ক্যাশ) নির্বাচনে বিজয়কে কেন্দ্র করে হলুদ দলের দুই পক্ষের মধ্যে মারামারিতে দুইজন ক্যাশ অফিসার আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কেন্দ্রীয় ব্যাংকের মেডিকেল ক্যাম্পে সাময়িক চিকিৎসা দেয়ার পর অন্য একটি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন- সবুর ও মোয়াজ্জেম। তারা দুজনই বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের এএম ক্যাশ অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (ক্যাশ) নির্বাচনে হলুদ দলের সহ-সভাপতি পদে বিজয়ী হন সবুর। এতে মোয়াজ্জেম প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। সবুরের কারণেই মোয়াজ্জেম হেরে গেছেন বলে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে মোয়াজ্জেম সবুরকে মারধর শুরু করে। এতে গুরুতর আহত হয় সবুর। এরপর তাকে বাংলাদেশ ব্যাংকের মেডিকেল ক্যাম্পে সাময়িক চিকিৎসা দিয়ে অন্য হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনা শুনে ক্যাশে কর্মরত জলিল নামে আরেক অফিসার ক্ষিপ্ত হয়ে এবার মোয়াজ্জেমকে মারধর করে। পরে তাকেও মেডিকেল ক্যাম্পে ভর্তি করানো হয়।

এদিকে দুপুরে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের ক্যাশের সামনে থেকে মমিনুল নামে এক চোরকে আটক করা হয়। যিনি এক ব্যক্তির ব্যাগ কেটে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে। পরে তাকে মতিঝিল থানায় পাঠানো হয়েছে।

জানা যায়, অবসরপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ৫ বছর মেয়াদি সঞ্চয়পত্র ভাঙিয়ে ১০ লাখ টাকা উঠান। পরে তিনি অন্য কাউন্টারে পুনরায় টাকা জমা দিতে গেলে তার পাশে দাঁড়িয়ে থাকা মমিনুল টাকা ভর্তি ব্যাগ কাটতে থাকে। এসময় মোস্তফা টের পেয়ে তাকে ধরে ফেলেন। এরপর পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।