ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
নির্বাচন থেকে বিএনপির সরে আসার সম্ভাবনা নেই : মির্জা ফখরুল
- ১৫ ডিসেম্বর, ২০১৫
নিজস্ব প্রতিবেদক: সিটি কর্পোরেশন নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনে মাঝপথ থেকে সরে আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, নির্বাচনের মাঝপথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়া হয়নি। শেষ পর্যন্ত মাঠে থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ফখরুল।