শিরোনাম :

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

গেজেট প্রকাশ, জানুয়ারি থেকে অষ্টম বেতন স্কেল

bangladesh_sorker-1নিজস্ব প্রতিবেদকঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার সন্ধ্যায় গেজেটটি প্রকাশ করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গণমাধ্যমকর্মীদের বলেন, প্রজ্ঞাপন জারি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিজি প্রেসের এক কর্মকর্তা বলেন, গেজেট ছাপানোর জন্য সকাল সাড়ে ১০টায় অর্থ মন্ত্রণালয় থেকে প্রেসে পাঠানো হয়। এরপর ছাপানোর কাজ শেষে সন্ধ্যা ৭টায় গেজেট সরবরাহ করা হয়।

গেজেট প্রকাশ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, আগামী বছরের জানুয়ারিতে অষ্টম বেতন স্কেলে বকেয়াসহ বেতন পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।