শিরোনাম :

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

কারাগারে অসুস্থ ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক ওসির ঢামেকে মৃত্যু

lashনিজস্ব প্রতিবেদক: ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রাজধানীর মতিঝিল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রফিকুল ইসলাম (৫৬) মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার নেসার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রফিকুল ইসলামকে ঢামেকে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।

২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর কাফরুল থানার ইব্রাহিমপুরে নিজ বাড়ির কাছে ঢাকা কমার্স কলেজের ছাত্র কামরুল ইসলাম ওরফে মোমিনকে হত্যার অভিযোগ উঠে রফিকের বিরুদ্ধে। মোমিনের বাবা প্রয়াত আবদুর রাজ্জাক বাদী হয়ে মতিঝিল থানার তৎকালীন ওসি রফিকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই বছর ১৬ অক্টোবর রফিক আদালতে আত্মসমর্পণ করেন। পরে ২০১১ সালে তাকে ফাঁসির আদেশ দেন আদালত।