শিরোনাম :

  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

ঘোষণা দিয়ে বাসচাপায় হত্যা, চালক রিমান্ডে

adalot-2নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরায় প্রকাশ্যে ‘ঘোষণা দিয়ে’ অটোরিকশাচালক মো. ফারুককে চাপা দিয়ে মেরে ফেলার ঘটনায় আটক তেঁতুলিয়া পরিবহনের চালক আবদুল মজিদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মজিদকে হাজির করা হয়। উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) খগেন্দ চন্দ্র সরকার সাতদিনের রিমান্ডের আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান মজিদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানিয়েছে, অটোরিকশাকে ধাক্কা দেওয়ার পর অটোরিকশা চালক ফারুক ধাক্কা দেওয়ার কারণ জানতে চান বাসচালক মজিদের কাছে। এরপরই মজিদ সবাইকে জানান দিয়ে ফারুকের ওপর বাস তুলে দেন। প্রকাশ্যে শত শত মানুষের সামনে বাস তুলে দিয়ে প্রায় আধা কিলোমিটার নিয়ে যান।

গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে যাত্রীরাই মজিদকে পুলিশে ধরিয়ে দেয়। বাসচালক মজিদের কাছে কোনো লাইসেন্সও ছিল না।
ওই ঘটনায় মঙ্গলবার রাতেই মামলা দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ মজিদকে আদালতে হাজির করা হয়।

অটোরিকশাচালক ফারুক হত্যার ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দণ্ডবিধির ৩০৪ (খ) ধারায় মামলাটি করেন তাঁর ভাই মো. হারুন।