শিরোনাম :

  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

বাংলাদেশকে ভুলবো না: মুক্তি পেয়ে অনুপ চেটিয়া

0-2নিউজ ডেস্ক: উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়া দীর্ঘ ১৮ বছর পরে কারামুক্ত হওয়ার পর এক সাক্ষাতকারে বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন,

‘বাংলাদেশের মানবাধিকার কর্মী, আইনজীবী, কারা-কর্তৃপক্ষ এবং জেলের বন্দীরা আমায় এতটাই ভালবাসা দিয়েছেন- কখনও মনেই হয়নি বিদেশের মাটিতে বন্দী আছি।’

দীর্ঘ ১৮ বছর বাংলাদেশের কারাগারে বন্দী আসামের স্বাধীনতা আন্দোলনের এই নেতাকে গত ১১ নভেম্বর বাংলাদেশ থেকে ভারতে ফেরত পাঠানো হয়। এরপর ভারতে তার বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রাখা হয়েছিল কারাগারে। বৃহস্পতিবার তিনি গুয়াহাটির কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান।

অনুপ চেটিয়া বলেন, ‘বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, মানবাধিকার সংগঠন, সিগমা হুদা, এলিনা খান, অ্যাডভোকেট মনোয়ার হোসেন, জেল কর্তৃপক্ষ ও জেলের বন্দীদের প্রতি আমি কৃতজ্ঞ, তারা যেভাবে আমাকে সাহায্য-সহযোগিতা করেছে, আতিথিয়তা দিয়েছে তাতে আমার কখনো মনে হয়নি আমি বিদেশের জেলে বন্দী আছি। আমি কখনো তাদের ভুলবো না। আমি সব সময় স্বরণ রাখবো।’

অনুপ চেটিয়া ১৯৯৭ সাল থেকে বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন। গত মাসেই তাঁকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। অনুপ চেটিয়ার সঙ্গে তাঁর দুই সহযোগী লক্ষ্মী প্রসাদ গোস্বামী ও বাবুল শর্মাকেও হস্তান্তর করা হয়।

১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) অন্যতম শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়। তিনটি মামলায় চেটিয়াকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় বাংলাদেশের আদালত। ওই সব মামলায় সাজা ভোগের পরও বাংলাদেশে বন্দী ছিলেন আসামের এই বিদ্রোহী নেতা।