ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
রাজধানীতে বাসায় ঢুকে যুবলীগ নেতাকে এলোপাতাড়ি গুলি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকায় ইব্রাহিম হোসেন (২৮) নামে এক স্থানীয় যুবলীগ নেতাকে বাসায় ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার বন্ধু রনি ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে।
গুলিবিদ্ধ ইব্রাহিম ১৫ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মাটিকাটা এলাকায় মোখলেস কন্ট্রাক্টরের গলির দ্বীপ কুঞ্জ নামে বাসার নিচ তলার ভাড়াটিয়া। তার বাবার নাম জাহাঙ্গীর আলম। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঢামেক ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
ইব্রাহিমের বন্ধু রনি জানান, রাত আনুমানিক ১১টায় কয়েক জন যুবক ইব্রাহিমের বাসার কলিংবেল বাজায়। দরজা খুলতেই তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ইব্রাহিমের কোমরে গুলিবিদ্ধ হয়। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।