ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
নির্বাচন পরিস্থিতি নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক : পৌর নির্বাচনের পরিস্থিতি বিশ্লেষণ এবং নির্বাচন পরবর্তী দলের অবস্থান জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন আহ্বান করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় এই সংবাদ সম্মেলন শুরু হবে।
বুধবার রাতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.)হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, আবদুল হালিম, এ জেড এম জাহিদ হোসেন, জয়নাল আবেদীন, আবদুল কাইয়ুম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন দলের যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান, আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ। বিএনপির সঙ্গে বৈঠক শেষে রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিশ দলের সঙ্গে বৈঠক করেন।