ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
রাজধানীতে ক্রসফায়ারে নিহত ২ জঙ্গি, পুলিশ বলছে হোসেনী দালান ও পুলিশ হত্যায় জড়িত
নিজস্ব প্রতিবেদকঃ মহাগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন রাজধানীতে মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে নিহত আব্দুল্লাহ ওরফে নোমান ও কামাল ওরফে হিরণ জেএমবির ঢাকা উত্তর ও দক্ষিণের সামরিক কমান্ডার ছিলেন। একই সঙ্গে নিহত এই দুই জেএমবি কমান্ডার পুরান ঢাকার হোসেনী দালানে হামলা, গাবতলী ও আশুলিয়ায় পুলিশের ওপর হামলা এবং হত্যার ঘটনায় জড়িত। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর হাজারীবাগ থানার বারইখালী পশ্চিম সুলতানগঞ্জ বেড়ী বাঁধ এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে জেএমবির কমান্ডার আব্দুল্লাহ ওরফে নোমান ও কামাল ওরফে হিরণ নিহত হন। এ সময় আরও তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- আরমান, জাহিদ হাসান রানা ওরফে মুসহাব ও নুর মোহাম্মদ ওরফে ল্যাংড়া মাস্টার।