শিরোনাম :

  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

হবিগঞ্জে ট্রাকচাপায় তিন শ্রমিক নিহত

Road Accidentনিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার অউশকান্দি এলাকায় ট্রাকচাপায় তিনজন শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উক্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর স্থানীয়রা ওই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
নিহতরা হলেন- মহরম আলী (৫০), মানিক মিয়া (৪০) ও অজ্ঞাত পরিচয় (৩৫)। তাদের প্রত্যেকের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।

শেরপুর হাইওয়ে থানার ওসি নুরুন্নবী বলেন, মরদেহগুলো উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর সড়ক থেকে স্থানীয়দের সরাতে আলোচনা চলছে।