ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
দাবি মানার আশ্বাস দিয়ে শিক্ষকদের ক্লাসে ফিরতে বললেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রী শিক্ষকদের দাবি মানার আশ্বাস দিয়েছেন বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান তার প্রেস সচিব ইহসানুল করিম। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষকদের দাবি মানার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তাদের ক্লাসে ফেরারও আহ্বান জানিয়েছেন। আর আগে বৈঠকে শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ড. ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব এএসএম মাকসুদ কামালসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কয়েকজন অংশ নেন। গণভবনে আজকের পিঠা উৎসব উপলক্ষে গত রবিবার তাদের নিমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখনই ধারণা করা হচ্ছিল শিক্ষকদের কথা শুনতে চান প্রধানমন্ত্রী। তবে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা ছিল না।