আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
ট্রাকের চাপায় ট্রাফিক পুলিশ
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুর ঢালে পাথরবাহী একটি ট্রাকের চাপায় দায়িত্বরত ট্রাফিক কনষ্টেবল কোবাদ আলী ভুঁইয়ার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন প্রায়।
মুন্সীগঞ্জ সদরের সহকারী ট্রাফিক ইনস্পেক্টর মো. শহীদ জানান, আজ (মঙ্গলবার) সকাল সাড়ে সাতটার দিকে সিলেট থেকে আসা একটি পাথরবাহী ট্রাক দায়িত্বে থাকা কোবাদ আলীর শরীরের উপর উঠিয়ে দেয়। এসময় কোবাদ আলীর পা দুটি সহ শরীরের বিভিন্ন স্থান ক্ষত-বিক্ষত হয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এর মধ্যে ট্রাকের চালক জয়নালসহ ট্রাকটি আটক করেছে পুলিশ।