ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
বনানীর এফআর টাওয়ারে আগুন
- ২৮ মার্চ, ২০১৯
স্টাফ রিপোর্টারঃ জধানীর বনানী এলাকায় এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। টাওয়ারটিতে অনেকে আটকা পড়েছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, বনানীর ১৭ নং সড়কে ১৮-তলা টাওয়ারটির আট তলায় আগুন লেগেছে।
আজ (২৮ মার্চ) দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলেও জানান তিনি।
দমকল বাহিনীর সদরদপ্তর থেকে দ্য ডেইলি স্টারকে দুপুর ১টা ২০ মিনিটের দিকে জানানো হয়, খবর পেয়ে দমকল বাহিনীর সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে।