শিরোনাম :

  • শনিবার, ৫ জুলাই, ২০২৫

শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ আটক

নিজস্ব প্রতিবেদক |

রাজধানীর রামপুরা এলাকায় এক শিশুকে (৮) যৌন নিপীড়নের অভিযোগে বেলায়েত (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) দিনগত রাতে জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রামপুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারসহ অভিযুক্ত ওই বৃদ্ধকে আটক করে।

php glass

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল চৌধুরী জানান, দিনগত রাত ৯টার দিকে ৯৯৯ এ ফোন করে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ করা হয়। তাৎক্ষণিকভাবে নিকটস্থ এলাকায় অবস্থানরত থানা পুলিশের টহল টিম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত বেলায়েত নামে ওই বৃদ্ধকে আটক করা হয়।

ksrm

শিশুটির স্বজনরা থানা গিয়েছেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই জুয়েল।