ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
ইবি ছাত্রলীগ সম্পাদক আইসিটি মামলায় কারাগারে
ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের নেতার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়া দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া শহর থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গত ২৯ অক্টোবর শাখা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক জুবায়ের হোসেনের সাথে রাকিবের একটি অডিও সামাজিক যোগাযোগ ফাঁস হয়।
ভাইরাল হওয়া অডিওতে শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করা হয়। এতে জোবায়েরের সংশ্লিষ্টতার বিষয়টি ওঠে আসে।
তবে জোবায়েরের দাবী অডিওটি রাকিব কর্তৃক তার উপর চাপ প্রয়োগ করে করা হয়েছে যা সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন।
পরে এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিদ্রোহী গ্রুপের জুয়েল রানা হালিম সাধারন সম্পাদক রাকিব ও জোবায়েরকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলাটি তথ্য প্রযুক্তি আইনে করা হয়েছে। যার নাম্বার ০২/০২-১১-২০১৯। এরই সূত্র ধরে কুষ্টিয়া শহর থেকে রাকিবকে গ্রেফতার করা হয়।
তথ্য প্রযুক্তি আইনে রাকিবকে গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।