ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
ইবির ব্যবসায় অনুষদে ভর্তির ফলাফলে পাশের হার ১১ শতাংশ
ইবি প্রতিনিধি |
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক(সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ব্যবসা অনুষদের ফলাফল প্রকাশিত হয়েছে।ফলাফলে পাসের হার ১০.৮২ শতাংশ।
শনিবার সন্ধ্যা ৬ টায় উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড.হারুন-উর-রশিদ আসকারী’র নিকট ফলাফল হস্তান্তর করেন সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড.জাকারিয়া রহমান।
জানা যায়,এবছর ব্যবসায় অনুষদের অধীনে ‘সি’ ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে মোট ৮ হাজার ৯৩০ জন শিক্ষার্থী আবেদন করে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৭ হাজার ৭২৬ জন শিক্ষার্থী যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৩৬ জন।
এসময় বিশ্ববিদ্যালয় প্রক্টর ও সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতীফ উপস্থিত ছিলেন।
এছাড়াও হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক আব্দুস শহিদ মিয়া,অধ্যাপক ড.আবু সিনা,হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড.কাজী আখতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের মুঠোফোনে ক্ষুধেবার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট(www.iu.
ac.bd)থেকে জানা যাবে।