শিরোনাম :

  • রবিবার, ৬ জুলাই, ২০২৫

বিতর্ক ছাড়ছেই না !

বল ঘষে না দেয়ায় সতীর্থকে পেটালেন ক্রিকেটার শাহাদাত

স্পোর্টস ডেস্ক |
বিতর্ক যেন একেবারেই পিছু ছাড়ছে না ক্রিকেটার শাহাদাতের। বিভিন্ন কুকীর্তি ও নেতিবাচক আচরণের কারণে প্রায় সময়ই খবরের শিরোনামে থাকেন ক্রিকেটার শাহাদাত হোসেন। গৃহকর্মীকে পেটানোর পর জেলও খেটেছেন তিনি। এবার আলোচনা এসেছেন সতীর্থকে মারধর করে। সেটাও আবার খেলার মাঠেই।
রবিবার শাহাদাত হোসেন খুলনার আবু নাসের স্টেডিয়ামে এমন কাণ্ড ঘটান। বল ঘষে দিতে রাজি না হওয়ায় ক্লাব সতীর্থ মোহাম্মদ আরাফাতকে চড়-থাপ্পড় মারেন।
জানা গেছে, জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) চলমান ষষ্ঠ ও শেষ রাউন্ডের খেলায় মুখোমুখি হয় ঢাকা বিভাগ ও খুলনা বিভাগ। ঢাকার হয়ে খেলছিলেন শাহাদাত ও তার সতীর্থ স্পিনার মোহাম্মদ আরাফাত। খেলার মধ্যে আরাফাতকে বলের এক পাশ ঘষে দিতে বলেন শাহাদাত। আরাফাত ঘষে দিতে পারবেন না বলায় মাঠেই শাহাদাত আরাফাতকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন।