ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
ঢাকায় বান কি মুন
নিজস্ব প্রতিবেদক |
জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় এসেছেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেওয়ার জন্য ঢাকায় এসেছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
আগামীকাল শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে অংশ নেবেন জাতিসংঘের সাবেক মহাসচিব। এছাড়া সকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।
এর আগে চলতি বছরের ৯ জুলাই গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন বান কি মুন। এছাড়া ২০১১ সালে জলবায়ু বিষয়ক সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসেন তিনি।