শিরোনাম :

  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

খেলাফত মজলিসের প্রতিবাদ

হিন্দু ধর্মাবলম্বীকে মাদ্রাসার সুপার নিয়োগ কোনভাবেই মেনে নেয়া যায় না


সম্প্রতি রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার পাটকিয়া বাড়ী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব একজন হিন্দু ধর্মালম্বী শিক্ষককে দেয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, মাদ্রাসার মত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা সুপারিনটেনডেন্ট হিসেবে ঐতিহ্যগতভাবে কুরআন-হাদিসে অভিজ্ঞ একজন মুসলমান থাকবেন একটাই প্রত্যাশিত। কিন্তু সে ঐতিহ্যের ব্যত্যয় ঘটিয়ে ম্যানেজিং কমিটি কর্তৃক উত্তম কুমার গোস্বামীকে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নিয়োগ কোনভাবেই মেনে নেয়া যায় না। বিভিন্ন বিষয়ে পারদর্শী শিক্ষক হিসেবে অন্য ধর্মাবলম্বীগণ মাদ্রাসায় পাঠদান করে থাকবেন কিন্তু মাদ্রাসা সুপার বা প্রিন্সিপালকে আরবী, কুরআন- হাদিসসহ বিভিন্ন ধর্মীয় বিষয়ে পারদর্শী হতে হয়। তাই বালিয়াকান্দী উপজেলার পাটকিয়া বাড়ী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হিসেবে উত্তম কুমার গোস্বামীর নিয়োগ অনাকাঙ্খিত ও অনভিপ্রেত। মাদ্রাসা শিক্ষার ধর্মীয় বৈশিষ্ট ক্ষুন্ন করার অপচেষ্টা কোনভাবেই বরদাস্ত করা যায় না।
বিবৃতিতে নেতৃদ্বয়, বালিয়াকান্দী উপজেলার পাটকিয়া বাড়ী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হিসেবে উত্তম কুমার গোস্বামীর নিয়োগ বাতিল করে অবিলম্বে আরবী, কুরআন- হাদিসে অভিজ্ঞ একজন মুসলমান সুপার নিয়োগ দেয়ার দাবী জানান।
-খবর বিজ্ঞপ্তির