ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
বিএনপির দুই কাউন্সিলর প্রার্থী আহত
নিজস্ব প্রতিবেদক:
প্রতিপক্ষের হামলায় বিএনপির দুই কাউন্সিলর প্রার্থী আহত হয়েছেন। শনিবার সকালে তাদের উপর এ হামলার ঘটনা ঘটে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের মিডিয়া সেল থেকে জানায়, ১৬ নাম্বার ওয়ার্ড এ কাঠালবাগান খান হাসান স্কুলে প্রার্থী সিরাজুল ইসলামের উপর হামলা চালায়। তিনি এজেন্টদের নিয়ে কেন্দ্রে যাচ্ছিলেন।এ সময় তাদের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। পরে বিএনপির এজেন্ট বের করে দেওয়া হয়।
অপরদিকে ১৮ নম্বর ওয়ার্ডে ঢাকা কলেজ কেন্দ্রে এজেন্টসহ প্রার্থীকে বের করে দেয়। পরে গভমেন্ট ল্যাবরেটরি স্কুলে যাওয়ার পথে ছাত্রলীগের কিছু লোকজন প্রার্থীকে হামলা করে। এতে প্রার্থী জাহাঙ্গীর পাটোয়ারীসহ তিনজন আহত হন।