ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
শিক্ষা সফরের বাস সড়ক দূর্ঘটনার শিকার : ৪জন নিহত, ৪০জন গুরুতর আহত
- ১৫ মার্চ, ২০২০
নিজস্ব প্রতিবেদক: গতকাল রাত দু’টার সময়ে সিরাজগঞ্জের নলকা নামক স্থানে ট্রাকের সাথে সংঘর্ষে এক ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ৪জন নিহত ও ৪০ জন গুরুতর আহত হয়। নিহতরা সকলেই রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি জামেয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র। তারা শিক্ষা সফরে নাটোর থেকে ফিরার পথে এই দূর্ঘটনার শিকার হয়।
ঘটনাস্থলে ২জন ও পরে হাসপাতালে নেয়ার পথে আরো ২জন ছাত্র নিহত হয়। গুরুতর আহত হয়েছে ৪০ জন ছাত্র। এর মধ্যে আশংকাজনক ৮জন। সকলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।