ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
সিঙ্গাপুরে ২৪ ঘন্টায় আরও ২৫৬ বাংলাদেশী করোনা আক্রান্ত
নিউজ ডেস্ক |
সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছি। দেশটিতে সবশেষ নতুন ৪৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই আক্রান্ত হয়েছে পূর্বের আক্রান্ত ডরমিটরিগুলো থেকে।
সিঙ্গাপুরে নতুন আক্রান্ত ৪৪৭ জনের মধ্যে ২৫৬ জন বাংলাদেশি, যা আক্রান্তের এক-তৃতীয়াংশ প্রায়।
বুধবার সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য মতে, মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৯৯ জন। আর মৃত্যু হয়েছে ১০ জনের।
নতুন করে ৮০ বছর বয়সী একজন মালোশিয়ার নাগরিকদের মৃত্যু হয়। মৃত্যুর পর জানা গেছে যে তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
বাংলা নতুন বছর উপলক্ষে লকডাউন হওয়া ডরমিটরিগুলোতে অভিবাসী শ্রমিকদের মধ্যে বিশেষ খাবার ও মিষ্টি বিতরণ করা হয় এবং সিঙ্গাপুর জনশক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।