শিরোনাম :

  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ভারতের উত্তর প্রদেশে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২৩ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক |

ভারতের উত্তর প্রদেশে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২৩ পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার গভীর রাতে লখনৌ থেকে ২০০ কিমি দূরে আউরাইয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, রাত সাড়ে ৩টার দিকে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২৩ জন পরিযায়ী শ্রমিক নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

পুলিশ জানিয়েছে, রাজস্থান থেকে একদল পরিযায়ী শ্রমিক ট্রাকে করে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে ফিরছিলেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথের দফতর থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘যে সব শ্রমিক প্রাণ হারিয়েছেন তাদেরপরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন আহত শ্রমিকদের চিকিত্‍সার যেন কোনো ত্রুটি না হয়। কানপুরের কমিশনার এবং আইজিকে ঘটনাস্থলে গিয়ে তদন্তের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।’

প্রসঙ্গত দেশটিতে চলমান লকডাউনের মধ্যেই বিভিন্ন রাজ্য থেকে শ্রমিকরা বাড়ি ফিরছেন। আর পথেই তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

এর আগে গত গত বুধবার উত্তর প্রদেশে বাসচাপায় ৬ পরিযায়ী শ্রমিক নিহত হয়। পরদিন বৃহস্পতিবার ভোরে মধ্যপ্রদেশের গুনায় শ্রমিক বহনকারী একটি ট্রাক ও দ্রুতগতির একটি বাসের সংঘর্ষে ৮ জন নিহত ও ৫৪ জন শ্রমিক আহত হন।

গত বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় বিদ্যুতের খুঁটিতে ট্রাক্টরের ধাক্কা লেগে ৭ নারীসহ ১০ শ্রমিক নিহত হন।

গত ৯ মে ভারতের মহারাষ্ট্রে একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘুমন্ত ১৬ পরিযায়ী শ্রমিক নিহত হন। লকডাউনের মধ্যে নিহত শ্রমিকরা হেঁটে মধ্যপ্রদেশে যাচ্ছিলেন; পথে আরঙ্গবাদের কর্মদ এলাকার কাছে একটি রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন তারা।