শিরোনাম :

  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫

২৭ রমজানের আগে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের আহবান ডিইউজের

নিউজ ডেস্ক |

পবিত্র ঈদুল ফিতরের আগেই সকল গনমাধ্যমে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের বকেয়া বেতনসহ সমুদয় বেতন পরিশোধ ও উৎসব ভাতা প্রদানের আহবান জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। রোববার ডিইউজের নির্বাহী পরিষদের এক ভার্চুয়াল সভায় অংশ নেয়া নেতৃবৃন্দ গণমাধ্যমে বিরাজমান সংকট ও ইউনিট পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। যে সকল গণমাধ্যম প্রতিষ্ঠান করোনা মহামারির মধ্যে জীবনের ঝুকি নিয়ে কাজ করা সংবাদ কর্মীদের বেতন-ভাতা এখনো পরিশোধ করেননি ২৭ রমজানের আগে তাদেরকে বেতন-ভাতা পরিশোধের আহবান জানান।

ডিইউজে নেতৃবৃন্দ আরো বলেন, লুটপাটের খবর মিডিয়ায় প্রকাশ করা এবং সামাজিক মাধ্যমে লুটপাটের বিরুদ্ধে লেখা ও সরকারের সমালোচনা করায় দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকসহ অনেকের বিরুদ্ধে ‘ডিজিটাল নিরাপত্তা আইনে’ যে সব মামলা করা হয়েছে, অবিলম্বে সেগুলো প্রত্যাহার করতে হবে। ঈদের আগে দৈনিক সংগ্রামের সম্পাদক, বর্ষীয়ান সাংবাদিক আবুল আসাদের মুক্তির দাবি জানান নেতৃবৃন্দ । তারা বলেন এসব মিথ্যা এবং হয়রানিমূলক মামলা নাগরিকদের মুক্ত চিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার টুঁটি চেপে ধরারই নামান্তর।

সভা থেকে সাংবাদিক নেতারা অবিলম্বে ‘নিবর্তনমূলক’ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং গ্রেফতারকৃত সকল সাংবাদিককের মুক্তির দাবি জানান।