আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
নিজের গড়া দল থেকে পুত্রসহ বহিষ্কার হলেন মাহাথির মোহাম্মদ
আন্তর্জাতিক ডেস্ক |
নিজের গড়া দল থেকে বহিষ্কার করা হয়েছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে।
ইউনাইটেড ইনডিজেনাস পার্টি অব মালয়েশিয়ার (বারসাতু) সহ-প্রতিষ্ঠাতা মাহাথির; বৃহস্পতিবার এ দলের এক বিবৃতিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত ১৮ মে দলের প্রেসিডেন্ট মুহিদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন না দিয়ে পার্লামেন্ট অধিবেশনে বিরোধী দলের সারিতে বসেছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী, এ ঘটনার পরিরেক্ষিতে তাকে বহিষ্কার করা হলো।
ইউনাইটেড ইনডিজেনাস পার্টি অব মালয়েশিয়ার বিবৃতিতে বলা হয়েছে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহাথির মোহাম্মদকে দল থেকে বহিষ্কার করা হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বারসাতু দলের বিবৃতি। মাহাথিরের সঙ্গে তার ছেলে মুখরিজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে চলতি বছরের ফ্রেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ৯৫ বছর বয়সী মাহাথির। এরপর তিনি আবারও প্রধানমন্ত্রী পদে দাঁড়ানোর ঘোষণা দেন।
পরে মাহাথির মোহাম্মদের তোয়াক্কা না করে দলের প্রেসিডেন্ট মুহিদ্দিন বিরোধী দলের সঙ্গে মিলে সংখ্যাগরিষ্ঠ সমর্থন আদায় করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।