আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
যাত্রাবাড়ীতে ৩ ছিনতাইকারী আটক
নিজস্ব প্রতিবেদক।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তিন ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
আটকরা হলেন মো. সিদ্দিক ব্যাপারী (২৪), মো. গোলাম রাব্বী (১৮) ও মো. অনিক মন্ডল (২০)।
সোমবার (২৯ জুন) রাতে র্যাব-১০’র কোম্পানী কমান্ডার উপ-পরিচালক আলী রেজা রাব্বী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিঃ ভবন এলাকা থেকে তিন ছিনতাইকারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি ফল্ডিং চাকু, দু’টি ব্লেড, নগদ-এক হাজার ১৮০টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরও জানান, আসামিরা দীর্ঘদিন যাবত রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদসহ আশপাশের এলাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল।
ডিএন/সিএন/জেএএ