আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
রাসুল সাঃ এর অবমাননায় বিভিন্ন ব্যানারে উত্তাল সারা দেশ
নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ স. এর ব্যাঙ্গাত্মক চিত্র প্রদর্শণের প্রতিবাদে আজ শুক্রবার সারাদেশে মুসল্লীরা বিক্ষোভে ফেটে পড়ে। শুক্রবার বাদ জুমা ঢাকা, চট্টগ্রামসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ধর্মপ্রাণ মুসল্লীদের এই স্বতস্ফুর্ত বিক্ষোভে ফরাসী প্রেসিডেন্টকে ক্ষমা প্রার্থণার আহ্বান ও ফরাসী পণ্য বর্জনের ডাক দেয়া হয়।
সমমনা ইসলামী দলসমূহ:
সবচেয়ে বড় বিক্ষোভ সংঘটিত হয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে। সমমনা ইসলামী দলসমূহের ব্যানারে আয়োজিত এই সমাবেশে অংশগ্রহণ করে জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিসসহ অন্যান্য সকল ইসলামী দলের হাজার হাজার নেতাকর্মী।
উক্ত সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী বলেন, বাংলাদেশের তাওহিদী জনতার ঈমানের দাবীর সাথে একাত্বতা প্রদর্শন করে মাননীয় প্রধানমন্ত্রী ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানাবেন; এটা দেশের মানুষের প্রত্যাশা। জাতীয় সংসদের চলতি অধিবেশনে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে।
গণমিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা শাহ আতাউল্লাহ ইবনে হাফিজ্জী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসূফী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, ইসলামী ঐক্য আন্দোলনের আমির মাওলানা ড. মোহাম্মদ ঈসা শাহেদী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা মামুনুল হক, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের আমির মাওলানা আব্দুল্লাহ হাসান, পীর সাহেব বাহাদুরপুর, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুফতি মুনির হোছাইন কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ মাওলানা আতাউল্লাহ আমিন, সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দীন, মাওলানা আহমদ আলী কাসেমী, ইসলামী ঐক্য আন্দোলনের মাওলানা শওকত হোসেন, মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক জনাব খান আসাদ প্রমুখ।
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, ইসলামের নবী (সা.) এর অবমাননা বাক স্বাধীনতার মধ্যে পড়ে না। তিনি এই উসকানিমূলক বক্তব্য প্রত্যাহার করে বিশ্ব মুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার জন্য ম্যাকরনের প্রতি আহ্বান জানান।
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, মুসলিম দেশের সরকার হিসাবে এ ইসুতে আপনারা দেশবাসীকে হতাশ করেছেন, এটা কোনো সুভলক্ষণ নয়। জাতী সময়মতো এ নীরবতার জবাব দিবে, সরকারকে তার জন্য প্রস্তুত থাকতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা মামুনুল হক বলেন, বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির প্রতীক প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইজ্জত রক্ষায় প্রয়োজনে মুসলমানরা শহীদ হব, তারপরও আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবমাননাকর কোন বিষয় সহ্য করা হবেনা। মুসলমানেরা প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের প্রাণের চেয়েও বেশি ভালবাসেন।
খেলাফত মজলিস নারায়নগঞ্জ: খেলাফত মজলিস নারায়নঞ্জ জেলা ও মহানগরীল উদ্যোগে নারায়নগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিকাল ৪টায় প্রেসক্লাবের সামনে খেলাফত মজলিস জেলাসভাপতি এবিএম সিরাজুল মামুনের ভাপতিেেত্ব অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, নারায়নগঞ্জ মহানগরী সভাপতি ডাঃ এস এম মোসাদ্দেক, মাওলানা আহমদ আলী, অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা শাব্বির আহমদ প্রমুখ।
খেলাফত মজলিস বরিশাল মহানগরী:
খেলাফত মজলিস বরিশাল মহানগরীর উদ্যোগে বাদ জুম্মা বরিশাল টাউন হল থেকে মিছিল বের হয়। বরিশাল মহানগরী সভাপতি অধ্যাপক একেএম মাহবুব আলমের সভাপতিত্বে টাউন হলের সামনে অনুষ্ঠিত সমাবেেশ বক্তব্য রাখেন বরিশাল পশ্চিম জেলা সভাপতি মাস্টার আবদুল মজিদ, পূর্ব জেলা সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসাইন, মাওলানা আবদুল কাদের, মাওলানা নূরুল আলম পারভেজ, মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, ছাত্র মজলিস নেতা রিয়াজুল ইসলাম প্রমুখ।
খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী:
খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বাদ জুম্মা জমিয়াতুল ফালাহ মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কাজীর দেউরী মোড়ে এসে শেষ হয়। চট্টগ্রাম মহানগরীর মহানগরী সভাপতি অধ্যাপক এএসএম খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেেশ বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুফতি শিহাবুদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান হানিফ, অধ্যাপক আবু সিদ্দিক, মাওলানা হুমায়ুন আজাদ প্রমুখ।
খেলাফত মজলিস কক্সবাজার:
খেলাফত মজলিস কক্সবাজার শহর শাখার উদ্যোগে বাদ জুম্মা শহরের খুরুশকুল রাস্তার মাথা থেকে মিছিল বের হয়। শহরের খুরুশকুল রাস্তার মাথায় শহর সভাপতি মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ আবু তাহের, মাওলানা জুনায়েদ মাহমুদ শাহেদ, ওবায়েদ নূর, মাস্টার শফিউল আলম প্রমুখ।
খেলাফত মজলিস পটুয়াখালী:
খেলাফত মজলিস পটুয়াখালী জেলার উদ্যোগে বাদ জুম্মা শহরের বড় মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে নিউমার্কেট জামে মসজিদের সামনে এসে শেষ হয়। জেলা সহসভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন এডভোকেট হেলাল উদ্দিন, মাঈনুল ইসলাম, মোহাম্মদ মহসীন, হারুনূর রশীদ, আবদুল হালিম, ছাত্র মজলিস পটুয়াখালী শহর সভাপতি মুহাম্মদ ইব্রাহীম প্রমুখ।
খেলাফত মজলিস ভোলা:
খেলাফত মজলিস ভোলা জেলার উদ্যোগে সকাল ১০টায় ভোলা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মাওলানা আবু জাফর আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেেশ বক্তব্য রাখেন মাওলানা শিব্বির আহমদ, মাস্টার মনিরুল ইসলাম, মাওলানা সাবেত হোসেন, ছাত্র মজলিস জেলা সভাপতি মুহাম্মদ হাসনাইন প্রমুখ।
খেলাফত মজলিস ময়মনসিংহ:
খেলাফত মজলিস ময়মনসিংহ জেলার উদ্যোগে বাদ জুম্মা ময়মনসিংহ বড় মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে নতুন বাজার মোড়ে এসে সমাপ্ত হয়। জেলা সহসভাপতি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাওলানা সিদ্দিকুর রহমান, এডভোকেট রফিকুল ইসলাম, প্রভাষক আবদুল করিম, মুফতি যুবায়ের আহমদ, হাফেজ মাওলানা রমজান আলী, মহানগর ছাত্র মজলিস সেক্রেটারী মেহেদী হাসান প্রমুখ।
গাইবান্ধা: খেলাফত মজলিস গাইবান্ধা জেলার উদ্যোগে বাদ জুম্মা বিক্ষোভ মিছিল হয়। ভিএইড রোডস্থ জেলা কার্যালয়ের সামনে জেলা সভাপতি অধ্যাপক গোলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাওলানা কাজী আবু সাঈদ খুদরী, মাওলানা ওসমান গনি, মাওলানা মকবুল হোসেন প্রমুখ।
হবিগঞ্জ (নবীগঞ্জ): বাদ জুম্মা নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল বের করে খেলাফত মজলিস নবীগঞ্জ উপজেলা শাখা। উপজেলা সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা শাহ আলম, মুফতি ফয়সল তালুকদার, মাওলানা ইমরান আহমদ প্রমুখ।
সিলেট: সিলেট জেলার বালাগঞ্জের কালিগঞ্জে খেলাফত মজলিসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ ইউপি সভাপতি মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ বউপজেলা সহ-সাধারণ সম্পাদক হুসাইনআহমদ মিসবাহ। দক্ষিণ সুরমার লালাবাজারে ই্উপি সভাপতি আবদুল ওয়াহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবশে বক্তব্য রাখেন হাবিবুর রহমান আবদাল, হেলাল আহমদ। কোম্পানীগঞ্জের তেলিখালে বিাক্ষাভ মিছিল অনুষ্ঠিত হয়। তেলিখাল ইঊপি সভাপতি মাওলানা জাবের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মাসুম আহমদ, ঈমাম উদ্দিন প্রমুখ। গতকাল বৃহস্পতিবার সিলেট মহানগরীর উদ্যোগে সিলেটে বিরাট বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ: বাদ জুম্মা সুনামগঞ্জ শহর শাখার উদ্যোগে ট্রাফিক পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মাওলানা মুহিবুর রহমান শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাওলানা খলীল আহমদ, সাখাওয়াত হোসনে মোহন, মাওলানা নূরুল ইসলাম, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ কামাল সাজু প্রমুখ। ছাতক: ছাতক লাল মসজিদ চত্বর থেকে মিছিল বের করে ছাতক পৌর শাখা। মাওলানা ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ঈমাম উদ্দীন, মাওলানা আকীক হোসাইন, মাওলানা ফারুক আহমদ জাবেদ, মাওলানা আখতার হোসাইন প্রমুখ। জগন্নাথপুর: জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর পৌর পয়েন্টে মাওলানা নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন জসিম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আকমল হোসেন প্রমুখ।
এছাড়াও হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর, হেফাজতে ইসলাম সিলেট মহানগর, চাঁদপুর জেলা, উত্তরা শাখা, ফেনী জেলা, নোয়াখালী জেলা, সর্বস্তরের তাওহিদী জনতা ফতেহপুর সহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। নিচে ছবি সংযুক্ত করা হলো।