শিরোনাম :

  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দী সিহাবের মৃত্যু কিভাবে?

টঙ্গী প্রতিনিধি ◾

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে সিহাব মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার রাতে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কিশোর ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভাদুঘর গ্রামের ফারুক মিয়ার ছেলে।

গত ৫ মে পেনাল কোড এর আসামি হিসাবে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে আনা হয়েছিল।
টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার মো: হেলাল উদ্দিন জানান, শনিবার বাদ মাগরিব রুমের ভিতর অন্যান্য হাজতিদের সাথে সিহাবের ঝগড়া হয়। ঝগড়ার এক কার্যায়ে রুমের ভিতরে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।