শিরোনাম :

  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

চবিতে বৃদ্ধের লাশ উদ্ধার

নাজমুস সাকিব হৃদয় (চবি প্রতিনিধি): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের পেছনে মনির আহমেদ (৭৫) নামে এক বৃদ্ধের মৃতদেহ পাওয়া গেছে। ঐ বৃদ্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক নিরাপত্তা কর্মী ছিলেন বলে জানা গেছে। ৭ই নভেম্বর (মঙ্গলবার) আনুমানিক বিকাল ৩.৩০ টার দিকে এই ঘটনা কর্তৃপক্ষ জানতে পেরে পুলিশকে জানায়।

এ বিষয়ে প্রক্টর নূরুল আজিম শিকদার বলেন, “সম্ভবত ঐ লোক আইটি ভবনের পিছনে বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে গেলে এই ঘটনা ঘটে। আমরা পুলিশকে খবর দিয়েছি। পুলিশ মৃত্যুর কারণ সম্পর্কে জানাবে।”

জানা গেছে, মনির আহমেদ চবির সাবেক নিরাপত্তা কর্মী ছিলেন। তিনি তার পরিবার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিল-বোটন কলোনিতে থাকতেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালীতে। এলাকাবাসী জানায়, ‘তিনি পূর্বেও অসুস্থ ছিলেন। মাস-দু’য়েক আগেও স্ট্রোক করেছেন তিনি।

চবি পুলিশ ইনচার্জ জানান, “মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। থানার প্রক্রিয়া শেষ করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” মৃত ব্যক্তির পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।