আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
বাংলাদেশের চলমান পরিস্থিতে কেন উদ্বিগ্ন ভারত ?
আবদুল হাফিজ খসরু: ভারতের নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশের চলমান পরিস্থিতে কেন উদ্বিগ্ন ? কেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের বিরুদ্ধে একটি যুদ্ধাংদেহী মনোভাব প্রদর্শন করছেন ? তার কিছু কারণ হতে পারে-
১। ভারতের কংগ্রেস ও বিজেপি সরকার বাংলাদেশে তাদের স্বার্থের পক্ষের শক্তি হিসেবে একমাত্র আওয়ামীলীগ সরকারকে মনে করতো। বিগত ১৫ বছর ধরে তারা সব ডিম একটি ঝুড়িতেই রেখেছিল। এখন ঝুড়ি ভেঙে যাওয়াতে তাদের ডিমগুলোও সব শেষ হয়ে গেল! এই ভুল কূটনীতি ও ব্যার্থ পররাষ্ট্রনীতির কারণে নরেন্দ্র মোদি ও বিজেপি সরকার নিজ দেশেই বিরোধী শক্তির চাপের মধ্যে পড়েছে।
২। বাংলাদেশ মডেলের সফল ছাত্র-গণ আন্দোলন পাকিস্তান ও ভারতের পশ্চিমবঙ্গে বর্তমানে এখনো চলছে। নরেন্দ্র মোদী সরকারের উগ্র ধর্মান্ধতা ও স্বৈরাচারি আচরণের কারণে ভারতের বিভিন্ন রাজ্যে এই ধরণের আন্দোলন ছড়িয়ে পড়ার শংকা সৃষ্টি হয়েছে।
৩। সাম্প্রতিক ফেনী সহ দেশের ১১টি জেলায় বন্যা পরিস্থিতির অবনতির দায়ে বিবিসি, সিএনএন সহ আন্তর্জাতিক মিডিয়া ভারতকে দোষারপ করে প্রতিবেদন প্রকাশ করেছে। অন্যদিকে বাংলাদেশও ভারতকে দায়ী করে তিস্তা সহ ৫৪টি অভিন্ন নদীর ন্যায্য হিস্যা দাবি করেছে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে ভারতকে দাঁড় করানোর হুমকি দিয়েছে সরকার।
৪। বিডিআর হত্যাকাণ্ড, সীমান্ত হত্যাকাণ্ড সহ বাংলাদেশের অভ্যন্তরে গুম-খুনের সাথে ভারতীয় গোয়েন্দা বাহিনীর সংশ্লিষ্টতা প্রকাশ পাচ্ছে।
৫। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিগত ১৫ বছর ধরে প্রশ্রয় ও মদদ দেয়া এবং বর্তমানে নিরাপদ আশ্রয় দেয়ায় বাংলাদেশের বিপ্লবী জনগণ ভারতের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করছে।
৬। শেখ হাসিনার সময়ে করা ভারতের সাথে বাংলাদেশের সকল অসম চুক্তি বাতিলের জোর গণ-দাবি উঠেছে। যা ভারতকে চরম বেকায়দায় ফেলবে।
৭। ২০ লক্ষাধিক ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশের গার্মেন্টস শিল্প সহ বিভিন্ন সেক্টরে চাকুরি করছে যারা মাসে ১০ বিলিয়ন ডলার ভারতে রেমিটেন্স পাঠাচ্ছে, তা বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
৮। ভারতের তৈরী অতি নিন্মমানের সামরিক সরঞ্জাম বিক্রি করে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করার যে সুদূরপ্রসারি পরিকল্পনা ব্যার্থ এবং বাংলাদেশে ভারতীয় গোয়েন্দাদের নির্বিঘ্নে পদচারণার যে পরিবেশ সৃষ্টি হয়েছিল আগস্ট বিপ্লবে তা নস্যাৎ হয়ে গেছে।
৯। বাংলাদেশের আগস্ট বিপ্লবের পরে ভারত তার উত্তর-পূর্বাঞ্চলের স্বাধীনতাকামীদের নিয়ে চরম শঙ্কায় পতিত হয়েছে।
১০। সর্বোপরী বাংলাদেশে মূল ধারার ইসলামী দল ও আলেম-উলামাদের দ্বারা নির্বিঘ্নে ইসলামের কালজয়ী আদর্শ, সৌন্দর্য ও বিধি-বিধান মানুষের কাছে পৌঁছে দেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এসব কারণে ভারত বাংলাদেশের ব্যাপারে খুবই অস্বস্তিবোধ করছে।